অনলাইনে টাকা ইনকাম করার উপায়


অনলাইনে টাকা ইনকাম করা বর্তমানে মোটেই অসম্ভব বিষয় নয়। কারণ ইন্টারনেটের ব্যাপক ব্যবহারে বিশ্বের প্রায় অধিকাংশ কাজই সম্পন্ন করা হয় ইন্টারনেটকে কেন্দ্র করে তাই অনলাইন টাকা ইনকামের বেশ সক্রিয় একটি মাধ্যম।
অনলাইনে টাকা ইনকাম করার উপায়
বর্তমান সময়ে টাকা ইনকাম করা খুব একটা সহজ বিষয় না হলেও অনলাইনের বেশ কিছু দিক রয়েছে যেখানে আপনি কিছু পরিশ্রমের বিনিময়ে টাকা ইনকাম  করতে পারবেন। আজকের আর্টিকেলে আমরা অনলাইনে টাকা ইনকামের কয়েকটি সহজ দিক আলোচনা করবো। 

পেজ সুচিপত্রঃ 


অনলাইনে টাকা ইনকাম করা উপায় কী

অনলাইনে টাকা ইনকাম করা উপায় কী আসলে? অনেকের মনেই এই প্রশ্নটি আসতে পারে। আবার অনেকেই হয়তো জানেন কিন্তু দেখা যায় সচ্ছ ধারণা নেই। তাই চলুন প্রথমেই আপনাদের সকলের মনের দ্বিধা দূর করার চেষ্টা করা হোক। অনলাইনে ইনকাম করা বলতে মূলত ইলেক্ট্রনিক ডিভাইস এবং ইন্টারনেট সংযোগ ব্যবহার করে অর্থ উপার্জন করাকে বুঝায়। যা আপনি চাইলে নিজের ঘরে বসেই করতে পারেন। 

এর জন্য প্রথমেই আপনার নির্দিষ্ট এক বা একাধিক বিষয়ে দক্ষতা থাকা আবশ্যক। যেটিকে কাজে লাগিয়ে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি এভাবে কাজ করতে করতে উক্ত বিষয়ের উপর আরো দক্ষতা অর্জন করতে পারেন তাহলে তা আপনার জন্য লাইফটাইম ইনকামের একটি বিশেষ মাধ্যম হয়ে দাঁড়াবে। এখানে ইনকামের পরিমাণও বৃদ্ধি করা সম্ভব।

আবার এমন কিছু কাজ আছে যা করতে বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হয়না। এরকম কাজ করে অনেকেই অনলাইন থেকে ইনকাম করে থাকে। আপনিও চাইলে এগুলো করে আয় করতে পারেন কিন্তু এসবের ক্ষেত্রে আপনার আশানুরূপ আয় নাও হতে পারে। আবার কাজ বেশিদিন টেঁকসই না হওয়ার ও একটা সম্ভাবনা থাকে। যার কারণে বিশেষ কোনো বিষয়ে দক্ষ হয়ে অনলাইন ইনকাম করাই বেশি যুক্তিসংগত। 

 আরো পড়ুনঃ স্বল্প পুঁজিতে যেসব ব্যবসা গঠন করা যায়

অনলাইনে টাকা ইনকাম করার জন্য ফ্রীলান্সিং শেখা

অনলাইনে টাকা ইনকাম করার জন্য ফ্রীলান্সিং শেখা হতে পারে আপনার জন্য উপযুক্ত একটি মাধ্যম। বর্তমানে ফ্রীলান্সিং সম্পর্কে জানেন না বা শুনেননি এমন মানুষের সংখ্যা খুবই কম। এটি এমন একটি মুক্ত পেশা যেখানে একজন ব্যক্তি সারা বিশ্বের যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ করে টাকা ইনকাম করতে পারে। ফ্রীলান্সিং করে আয় করার জন্য নির্দিষ্ট কিছু স্কিল থাকা জরুরি। আপনার যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট সেক্টরে কাজ করে সহজেই ইনকাম করতে পারবেন।

ডিজিটাল মার্কেটিংঃ বর্তমানে ডিজিটাল মার্কেটিং বহুল ব্যবহৃত একটি শব্দ। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একজন ব্যক্তি যখন তার পণ্য বা সেবাকে নির্দিষ্ট সেবা গ্রহণকারীর কাছে তুলে ধরে বা প্রচার করে তখন তাকে ডিজিটাল মার্কেটিং বলে। অর্থাৎ যে কোনো পণ্য বা সেবাকে মানুষের সামনে তুলে ধরার সবচেয়ে আধুনিক পদ্ধতি হলো এই ডিজিটাল মার্কেট মার্কেটিং।

যেকোনো ব্যক্তি প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করতে পারে। এখানে যে সকল বিষয়ে কাজ করা হয় সেগুলোর মধ্যে রয়েছে এসইও, সোশ্যাল মিডিয়াম মার্কেটিং, ইমেইল মার্কেটিং, সিপিএ, সি পি ভি, পিপিভি ইত্যাদি।অনলাইন, ইউটিউব অথবা অফলাইনে কোর্স করার মাধ্যমে এ বিষয়ে দক্ষতা অর্জন করে ইনকাম করা সম্ভব।

ডেটা এন্ট্রিঃ ফ্রীলান্সিং এর মাধ্যমে টাকা আয়ের যাত্রা শুরুর জন্য ডেটা এন্ট্রি একটি সহজ উপায়। ফ্রীলান্সিং এর অন্যান্য সেক্টর গুলোর তুলনায় এটি তুলনামুলক সহজ বলে অনেকেই এটিকে বেঁছে নেয়। আপনার যদি মাইক্রোসফট ওয়ার্ড ও মাইক্রোসফট এক্সেল নিয়ে ভালো ধারনা থাকে তাইলে আপনিও ডেটা এন্ট্রির কাজ করতে পারবেন। কেননা এটি এমন একটি কাজ যেখানে ক্লায়েন্টের ডেটা ইলেকট্রনিক্স বা ডিজিটালাইজ উপায়ে ক্লায়েন্টকে তৈরি করে দেওয়া হয়। 

ডেটা এন্ট্রি একটি সহজ কাজ হলেও কম্পিউটারের বেসিক জ্ঞান না থাকলে এটি করা সম্ভব নয়। এজন্য কম্পিউটার বেসিক জ্ঞান, টাইপিং দক্ষতা, বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের দক্ষতা, যোগাযোগের দক্ষতা ইত্যাদি থাকা জরুরী। ইউটিউবে বিভিন্ন ফ্রি ভিডিও দেখে এই বিষয়ে প্রায় ৮০ শতাংশ ধারণা অর্জন করা যায়। এগুলোকে কাজে লাগিয়ে এক মাসের মধ্যেই চাইলে এই বিষয়ে দক্ষতা অর্জন করা সম্ভব। 

গ্রাফিক্স ডিজাইনঃ গ্রাফিক্স ডিজাইন বর্তমানে বেশ চাহিদা পূর্ণ একটি পেশা। সারাবিশ্বে অনেকেই গ্রাফিক্স ডিজাইনিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন। আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থেকে থাকে তাহলে আপনি এটিকে নিজের ক্যারিয়ার হিসেবে বেঁছে নিতে পারেন। গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন, ব্যানার তৈর্‌ পোস্টার তৈরি, আইডি কার্ড বানানো ইত্যাদি নানান ধরনের কাজ করা হয়। যেগুলোর চাহিদা ব্যাপক।

বিভিন্ন মার্কেটপ্লেস যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার ডটকম ইত্যাদি প্ল্যাটফর্মে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড নানান কাজের চাহিদা রয়েছে। একজন ব্যক্তি চাইলে গ্রাফিক্স ডিজাইনে দক্ষ হয়ে এই সকল প্লাটফর্মের মাধ্যমে ঘরে বসে যেকোনো দেশের ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে নিজের কাজ তুলে ধরে ইনকাম করতে পারে।

অনলাইনে টাকা ইনকাম করার উপায় হিসেবে ইউটিউব বা ফেসবুক 

অনলাইনে ইনকাম করার উপায় হিসেবে ইউটিউব বা ফেসবুক বেশ জনপ্রিয় মাধ্যম। এসকল সোশ্যাল মিডিয়াকে দক্ষতার সাথে কাজে লাগিয়ে অনেকেই টাকা ইনকাম করছে। 

ইউটিউবঃ ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করার পরে এখানে নানান বিষয়ে ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। বর্তমানে অসংখ্য ব্যক্তি তাদের ক্রিয়েটিভিটিকে কাজে লাগে বিভিন্ন বিষয় মানসম্মত ভিডিও তৈরি করার মাধ্যমে ইউটিউব থেকে ভালো পরিমাণে অর্থ আয় করে থাকে।এক্ষেত্রে সফল হওয়ার জন্য আপনাকে অবশ্যই সঠিক বিষয়বস্তু বা নিশ নির্বাচন করতে হবে যেন আপনার  ভিওয়ারের কাছে তা গ্রহণযোগ্য হয়। 

ফেসবুকঃ ফেসবুক ব্যবহার করেনা এমন ব্যক্তি বর্তমানে খুঁজে পাওয়া কঠিন। কেননা এটি অত্যন্ত জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অধিকাংশ মানুষ বেশিরভাগ সময় ফেসবুকে অতিবাহিত করে থাকেন। আপনি চাইলে এটিকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারেন। ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে ফেসবুকে ব্লগিংসহ বিভিন্ন বিষয়ের মাধ্যমে বর্তমানে মানুষ আয় করে থাকে। এক্ষেত্রে আপনি ফেসবুক ব্যবহারে পারদর্শী ও ক্রিয়েটিভ হলেই যথেষ্ট।

অনলাইনে টাকা ইনকাম করার উপায় হিসেবে ওয়েবসাইট তৈরি বা ওয়েবসাইট টেস্ট করা

অনলাইনে টাকা ইনকাম করার উপায় হিসেবে ওয়েবসাইট তৈরি বা ওয়েবসাইট টেস্ট করার কাজ করা যায়। কেননা বর্তমানে মানুষের কাছে পৌঁছানোর জন্য অনলাইন অত্যান্ত শক্তিশালী উপায়। ইন্টারনেটের মাধ্যমে সহজেই খুব দ্রুত মানুষের কাছে বিভিন্ন বিষয় পৌঁছে দেয়া যায়। আর এজন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন হয়। যেখানে বিষয়বস্তু আকর্ষনীয় ভাবে মানুষের সামনে উপস্থাপন করা বা তুলে ধরা হয়। 

বর্তমানে কম বেশি সব প্রতিষ্ঠানই নিজেদের কাজের সুবিধার্থে একটি ওয়েবসাইট তৈরি করে থাকে। কিন্তু অনেক প্রতিষ্ঠান নিজেরা এই কাজ পারেনা বা পারলেও খুব বেশি দক্ষ না। তাই তারা তখন অভিজ্ঞ কোনো ওয়েব ডেভেলপারকে দিয়ে নিজেদের ওয়েবসাইটটি তৈরি করিয়ে নেয় অথবা নিজেদের ওয়েব সাইটের বিভিন্ন ভুল ত্রুটি ঠিক করিয়ে নেয়। এজন্য ওয়েব ডেভেলপারদের বর্তমানে বেশ চাহিদা রয়েছে।

তাই অনেকেই ওয়েব ডেভেলপিং এ দক্ষ হওয়ায় এই কাজ গুলো করে চাইলে ঘরে বসেই অনলাইনে ইনকাম করে থাকে। আপনি যদি এই কাজে আগ্রহী হয়ে থাকেন বা এই কাজে আপনার আগে থেকেই দক্ষতা থেকে থাকে তাহলে আপনিও ওয়েব ডেভেলপার হতে পারেন। দিন দিন কাজে দক্ষতা অর্জনের পর অনেকের মতো আপনিও এটিকে নিজের ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। 

অনলাইনে টাকা ইনকাম করার উপায় হিসেবে ভার্চুয়াল সহকারী বা অনুবাদক

অনলাইনে টাকা ইনকাম করার উপায় হিসেবে ভার্চুয়াল সহকারি বা অনুবাদক হওয়ার কাজও বর্তমানে বহুল প্রচলিত। চাইলেই ব্যক্তি ঘরে বসে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সহকারি হতে পারেন অথবা অনুবাদের কাজ করে ইনকাম করতে পারে।
ভার্চুয়াল সহকারি হিসেবে অনলাইনে টাকা ইনকাম
ভার্চুয়াল সহকারিঃ বর্তমান পৃথিবীতে প্রযুক্তির ব্যাপক উন্নতি হওয়ায় অনেক কাজ কম্পিউটার নির্ভরশীল হলেও সেগুলোর জন্য অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন হয়। দেশে-বিদেশে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে যাদের এ সকল কাজের জন্য অসংখ্য মানুষের প্রয়োজন। অনেক প্রতিষ্ঠান আছে যারা সময় স্বল্পতার কারণে নিজেরা নিজেদের সকল কাজ করতে পারে না। তখন তারা অন্যকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেয়।তাদের এই কাজ করে দেওয়ার জন্য অনেকেই ভার্চুয়াল সহকারি বা অ্যাসিস্ট্যানসি করে অনলাইনে টাকা ইনকাম করে থাকে।

অনুবাদক বা ট্রান্সলেটরঃ আপনার যদি বিভিন্ন ভাষা সম্পর্কে ভালো ধারনা থেকে থাকে তাহলে আপনি অনুবাদ বা ট্রান্সলেট করার মাধ্যমে অনলাইনে ইনকাম করতে পারেন। কেননা অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান অনেক সময় এমন ব্যক্তিকে খোঁজে যারা আরবি, ফারসি বা উর্দু বিভিন্ন ভাষায় দক্ষ। তাদের মাধ্যমে বিভিন্ন বিষয় ইংরেজিতে ট্রান্সলেট করার প্রয়োজন হয়। সুতরাং কেউ যদি বিভিন্ন ভাষায় দক্ষ হয়ে থাকে তাহলে এই কাজ গুলো করতে পারে।

 আরো পড়ুনঃ ক্যাপচা সলভ এর মাধ্যমে টাকা ইনকাম করা

অনলাইনে টাকা ইনকামের জন্য কোর্স বিক্রি

অনলাইনে ইনকামের জন্য কোর্স বিক্রি হতে পারে আপনার জন্য অর্থ উপার্জনের উপযুক্ত মাধ্যমে। আপনি যদি কোন বিষয়ে দক্ষ হয়ে থাকেন তাহলে সেই বিষয়ের উপর কোর্স বানিয়ে তা বিভিন্ন জনের কাছে সেল করার মাধ্যমে আয় করতে পারেন। আমাদের আশেপাশে এমন অনেককে দেখা যায় যে তারা নিজেরা প্রথমে কোন বিষয়ে বা পূর্ব থেকে দক্ষতা অর্জন করে সেগুলো বিভিন্নভাবে আকর্ষণীয় উপায় অন্যদের কাছে বিক্রি করে। 

ধরুন আপনি যদি ডিজিটাল মার্কেটিং এ দক্ষতা অর্জন করে সফল হতে পারেন তাহলে আপনিও এই সম্পর্কিত বিভিন্ন বিষয় ভিডিও বা রেকর্ডিং করে ইউটিউব/ফেসবুক ব্যবহার করে অর্থের বিনিময়ে তা অন্যদের কাছে পৌঁছে দিতে পারেন। এতে আপনার কোর্স ক্রয়কারীরা উপকৃত হওয়ার পাশাপাশি আপনিও অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

অনলাইনে লেখা লেখির মাধ্যমে টাকা ইনকাম

অনলাইনে লেখা লেখির মাধ্যমে টাকা ইনকাম করে আপনিও সফল হতে পারেন। কেননা বর্তমানে কন্টেন্ট রাইটিং ফ্রীলান্সিং একটি জনপ্রিয় মাধ্যম। আমদের মধ্যে অনেকেই আছেন যাদের লেখালেখির হাত খুব ভালো আবার বিভিন্ন ভাষা বা বিষয়ে বেশ সাবলীল। তারা চাইলেই তাদের এই জ্ঞান বা প্রতিভাকে কাজে লাগাতে পারেন। ভাবছেন কীভাবে?? উত্তর টা আর্টিকেল লিখার মাধ্যমে! 

বিভিন্ন জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেসে বিভিন্ন রকম আর্টিকেল রাইটিং এর ব্যাপক চাহিদা রয়েছে। এখানে অসংখ্য বায়ার রয়েছে যারা দক্ষ আর্টিকেল রাইটারের খোঁজ করে থাকেন। অর্থাৎ আপনি যদি এই বিষয়ে দক্ষ হয়ে থাকেন তাহলে সহজেই এখান থেকে আয় করতে পারবেন। আবার চাইলে কেউ নিজেও নিজের ওয়েবসাইট তৈরি করে সেখানে মান সম্মত আর্টিকেল লিখে পোস্ট করতে পারেন।

অনেক প্রতিষ্ঠান অনলাইনে আর্টিকেল কেনা বেচা করে থাকে। অর্থাৎ একদল আর্টিকেল লিখে এবং আরেকদল সেই আর্টিকেল অর্থের বিনিময়ে নিজের ওয়েবসাইটের জন্য নিয়ে নেয়। যার কারণে অনেক প্রতিষ্ঠান আর্টিকেল রাইটিং এর জন্য দক্ষ কাউকে খুঁজে। তারা চাইলে সেই প্রতিষ্ঠান গুলোতে যোগাযোগ করে ঘরে বসেই অনলাইনে এই লেখালেখির মাধ্যমে মাস শেষে ভালো অঙ্কের ইনকাম করে থাকে।

 আরো পড়ুনঃ আর্টিকেল লেখার বিভিন্ন নিয়ম নীতি শিখুন


ভিডিও বা এড দেখে অনলাইনে টাকা ইনকাম

ভিডিও বা এড দেখে অনলাইনে টাকা ইনকাম করার উপায় কি আসলেই আছে? জি আছে! উপরে বর্ণিত উপায় গুলো যদি আপনার কাছে কঠিন মনে হয় থাকে তাহলে এবারের এই মাধ্যমটি হবে অনলাইনে ইনকামের সবচেয়ে সহজ মাধ্যম। কেননা বিশেষ কোনো দক্ষতা বা যোগ্যতা ছাড়াই ভিডিও দেখে ইনকাম করা যায়। আমরা প্রায় সকলেই অনলাইনে তথা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা রকম ভিডিও দেখে সময় অতিবাহিত করে থাকি। 

এই সময়গুলো অযথা ব্যয় না করে বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপস ব্যবহার করে ভিডিও দেখে টাকা ইনকাম করা সম্ভব। ২০২৪ সালে এসে বিভিন্ন ওয়েবসাইট এবং অ্যাপস তৈরি হয়েছে যেগুলো ব্যবহার করার কারণে ব্যবহারকারীকে বিভিন্ন ধরনের রিওয়ার্ড দিয়ে থাকে। বেশ কিছু বিশ্বস্ত অ্যাপ বা ওয়েবসাইট আছে যেগুলোতে সত্যিকার অর্থেই ভিডিও দেখার ফলে বিকাশের মাধ্যমে টাকা দেওয়া হয়।

অনলাইনে টিউশনির মাধ্যমে টাকা ইনকাম 

অনলাইনে টিউশনির মাধ্যমে টাকা ইনকাম করার সাথে আমরা অনেকেই পরিচিত। নিজেরা প্রত্যক্ষভাবে অনলাইনে টিউশনি না করলেও আমাদের আশেপাশের পরিচিত অনেক ব্যক্তি বা বন্ধু-বান্ধবদেরকে এই কাজটি করতে দেখা যায়। বর্তমানের এই অনলাইনে এডুকেশনের মাধ্যমে আমাদের মত অনেকেই বিভিন্ন বিষয় শিখার জন্য অনলাইনকে মাধ্যম হিসেবে বেঁছে নেয়। আর তাদেরকে কেন্দ্র করেই অনলাইন টিউশনি বর্তমানে বেশ জনপ্রিয়।
টিউশনির মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম
বিশেষ করে ভালো শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার একটি নির্দিষ্ট পর্যায় শেষ করে অনলাইনে টিউশনি করাতে পারে। তারা তাদের জ্ঞান অন্যদেরকে অনলাইনে বসে অর্থের বিনিময়ে দিতে পারে। এর ফলে শিক্ষার্থী নিজে ইনকাম করার পাশাপাশি অন্যজনের উক্ত বিষয়ের সমস্যা দূর করতে পারে অথবা সঠিক ধারণা দিতে পারে। দক্ষতার সাথে এই কাজ পরিচালনা করতে পারলে বর্তমানে পার্ট টাইম ইনকামের সাথে ভবিষ্যতের জন্যও ভালো একটা পথ তৈরি হওয়ার সুযোগ থাকে।

যেমন বহুল প্রচলিত টেন মিনিট স্কুল একটি অনলাইন শিক্ষা প্লাটফর্ম। যেখানে বিভিন্ন অভিজ্ঞ ছাত্রছাত্রীরা তাদের অর্জিত জ্ঞানের দ্বারা অন্যদের বিভিন্ন একাডেমিক বিষয়ে সাহায্য করে আসছে দিন দিন অনলাইনের এই চাহিদা বৃদ্ধি পাওয়ায় তাদের কার্যক্রম ও সেবা ব্যাপক হারে প্রসারিত হয়েছে। যার ফলে তারা প্রতি মাসে বিপুল অংকের টাকা ইনকাম করে থাকে। তাদের পাশাপাশি আরো অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে ইনকাম করে।  

শেষ কথা- অনলাইনে টাকা ইনকাম করা 

অনলাইনে ইনকাম করার জন্য বর্তমানে অনেকগুলো মাধ্যম রয়েছে। যেগুলো থেকে অনেকেই নানান ভাবে টাকা ইনকাম করে থাকে। আবার অনেকেই আছে যারা ভুল মাধ্যমে যাওয়ার কারণে বা সঠিক তথ্য না জানার কারণে ব্যর্থ হয়েছে। সকলের কথা বিবেচনা করেই তাই আমরা আজকে অনলাইনে টাকা ইনকামের সঠিক ও সত্য বেশ কিছু দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যার মাধ্যমে আপনারা উপকৃত হবেন বলে আমরা আশাবাদী। ধন্যবাদ!

 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url