টুইটার একাউন্ট খোলার নিয়ম ও অন্যান্য দিক
টুইটার একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আমাদের অনেকের ধারণা থাকলেও আমাদের আশেপাশের অনেক ব্যক্তিই এই বিষয়ে অবগত না। কিন্তু দিন দিন বহির্বিশ্বের ন্যায় আমাদের দেশেও টুইটার জনপ্রিয়তা লাভ করছে।
ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করা বেশ পুরাতন ও সহজ হওয়ায় এগুলোর ব্যবহারকারীর সংখ্যা অনেক। কিন্তু টুইটার সম্পর্কে সীমিত জ্ঞানের কারণে সকলে এটি ব্যবহার করতে পারে না।এমন ব্যক্তিদের জন্য আজকের এই আর্টিকেলটি লেখা।
পেজ সুচিপত্র: টুইটার একাউন্ট খোলার নিয়ম ও অন্যান্য দিক
- টুইটার কী বা টুইটার একাউন্ট কী
- টুইটার কেনো বা কী কী কাজে ব্যবহার করা হয়
- টুইটার একাউন্ট খোলার নিয়ম
- কিভাবে একাধিক টুইটার একাউন্ট পরিচালনা করা যায়
- টুইটার একাউন্ট ডিলিট করার সঠিক পদ্ধতি
- শেষ কথা-টুইটার একাউন্ট খোলার নিয়ম ও পরিচালনা
টুইটার কী বা টুইটার একাউন্ট কী
টুইটার কী বা টুইটার একাউন্ট কী তা অনেকেই আমরা জানি না। কেননা
অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে টুইটার ব্যবহারকারীর সংখ্যা কম এবং এটি
সম্পর্কে বিস্তারিত জ্ঞান অনেকের মধ্যেই নেই। কিন্তু টুইটার ব্যবহার করতে হলে
অবশ্যই আগে এটির ব্যাপারে জেনে নেওয়া উচিত। তাই চলুন প্রথমেই জেনে নেওয়া যাক
টুইটার সম্পর্কে।
টুইটার কীঃ টুইটার হলো অত্যান্ত জনপ্রিয় একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।
যেটি সর্বপ্রথম ২০০৬ সালে আবিষ্কৃত হয়। মোট চারজন ব্যক্তি মিলে এটি তৈরি করা
হয়েছে। এখানে মূলত ফেসবুক বা ইন্সটাগ্রাম এর মতোই বিভিন্ন বিষয়ে পোস্ট দেয়া বা
দেখা যায়। ফেসবুকে আমরা কোনো কিছু লিখলে বা শেয়ার করলে সেটিকে যেমন আমরা পোস্ট
বলি তেমনি টুইটারে কিছু পোস্ট করলে সেটিকে টুইট বলা হয়। এছাড়াও এটি মাইক্রোব্লগ
নামেও পরিছিত।
টুইটারে মানুষ বিভিন্ন টুইট করার মাধ্যমে নিজেদের বন্ধু-বান্ধবদের সাথে তথ্য আদান
প্রদান করে থাকে বা নিজেদের ছবি, ভিডিও শেয়ার করে। সাধারণত বিভিন্ন দেশের বড় বড়
সেলেব্রিটিরা টুইটারে বেশি অ্যাকটিভ থাকে। যার কারনে টুইটারের মাধ্যমে অনেকেই
তাদের পছন্দের সেলেব্রেটিকে সহজেই ফলো করতে পারে বা তাদের সাম্প্রতিক তথ্য
সম্পর্কে জানতে পারে। টুইটারের মাধ্যমে সহজেই খুব দ্রুত নিজের ব্যবসার প্রচার করা
যায়।
টুইটার অ্যাকাউন্ট কীঃ টুইটার একাউন্ট হলো টুইটার ব্যবহার করার
প্রবেশ পথ। অর্থাৎ আপনি যদি টুইটার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি
অ্যাকাউন্ট খুলে হবে। আর টুইটারে খুলা এই অ্যাকাউন্টই হলো টুইটার অ্যাকাউন্ট।
যেখানে আপনার যাবতীয় কিছু পরিচিতি থাকবে। যেটা দেখে আপনার পরিচিতরা আপনাকে ফলো
করতে পারবে। আপনিও ঠিক একই ভাবে অন্যের টুইটার অ্যাকাউন্ট দেখে তাদের সনাক্ত করতে
পারবেন।
টুইটার কেনো বা কী কী কাজে ব্যবহার করা হয়
টুইটার কেনো বা কী কী কাজে ব্যবহার করা হয় তার প্রাথমিক ধারনা
আমরা ইতিমধ্যে উপরে আলোচনা করেছি। কিন্তু এই তথ্য হয়তো যথেষ্ঠ নয়। এখন
তাইলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। টুইটারকে ফেসবুক বা ইন্সটাগ্রাম এর মতো
বিনোদনের জায়গা হিসেবে অনেকে এটিকে কাজে লাগালেও এটির আরো অনেক উল্লেখযোগ্য
ব্যবহার রয়েছে।
আপনার যদি নিজস্ব কোনো ওয়েবসাইট বা কোনো বিজনেস থেকে থাকে তাহলে টুইটার
ব্যবহার করে অতি সহজে এবং দ্রুত আপনি সেগুলোর মার্কেটিং করতে পারবেন। এক্ষেত্রে
দেশের বাইরেও বিদেশের মানুষের কাছে বা বিভিন্ন বড় বড় কোম্পানির কাছে আপনি আপনার
পণ্যকে পৌঁছিয়ে দিতে পারবেন। আবার ব্যবসার জন্য প্রয়োজনীয় নানা তথ্য
বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম থেকে সংগ্রহ করা সম্ভব কেননা বিভিন্ন ভালো মানের
কোম্পানি টুইটারে তাদের কাজের নানান তথ্য শেয়ার করে থাকে।
যেকোনো তথ্য পুরো বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য টুইটার সবচেয়ে কার্যকরি মাধ্যম
হিসেবে বিবেচিত। কেননা টুইটারে টুইট করার সময় হ্যাশট্যাগ (#) ব্যবহার করা হয়
(যেমনঃ #bangladesh, #bdstudents)। যার ফলে টুইট অতি দ্রুত ছড়িয়ে যায়। এবং
বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার চোখে ফেলানো যায় যা ফেসবুক কিংবা ইন্সটাগ্রাম এর
মাধ্যমে করা এত সহজ নয়। অর্থাৎ দেশের কোনো খারাপ সময়ে আন্তর্জাতিক মিডিয়ার কাছে
দ্রুত তথ্য পাঠাতে টুইটার অনেক কার্যকর।
আরো পড়ুনঃ টুইটারে ফলোয়ার বাড়ানোর নিয়ম কী
টুইটার একাউন্ট খোলার নিয়ম
টুইটার একাউন্ট খোলার নিয়ম জানা জরুরি। এতক্ষণে আমরা যেহেতু টুইটার কী এবং
টুইটারের ব্যাবহারিক বিভিন্ন দিক সম্পর্কে জেনেছি এখন তাহলে এখন
কীভাবে একাউন্ট খুলতে হয় তা জেনে নেওয়া যাক। আমরা মোবাইল , ল্যাপটপ বা
কম্পিউটার সব ডিভাইস ব্যবহার করেই টুইটার অ্যাকাউন্ট ওপেন করা শিখবো।
মোবাইলে টুইটার একাউন্ট খোলা
মোবাইলে টুইটার একাউন্ট খোলার জন্য আপনার একটি স্মার্ট ফোন, একটি ইমেইল আইডি বা
নিজের মোবাইল নাম্বার ও ইন্টারনেট কানেকশন দরকার হবে। মোবাইলে যেকোনো ব্রাউজার বা
টুইটার অ্যাপ ব্যবহার উভয় মাধ্যমই ব্যবহার করা যাবে। আপনি যদি ব্রাউজার ব্যবহার
করেন তাহলে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করা বেশি সুবিধাজনক হবে। এরপর
- প্রথমে ক্রোম ব্রাউজারে যেয়ে www.twitter.com লিখে সার্চ দিয়ে টুইটারের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- সেখানে দুইটি অপশন দেখানো হবে। একটি "লগ ইন" ও আরেকটি "সাইন ইন"। আগে থেকে যেহেতু আপনার কোনো একাউন্ট খোলা নেই তাই "সাইন ইন" অপশনে ক্লিক করুন।
- এরপর একে একে আপনার নাম, মোবাইল নাম্বার বা ইমেইল আইডি দিন। এখানে আপনি আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি বেঁছে নিবেন। তারপর "নেক্সট" এ ক্লিক করুন।
- পরের ধাপে "কাস্টমাইজড ইয়োর এক্সপেরিয়েন্স" দেখাবে। এখানে আপনার তেমন কিছু করার প্রয়োজন নেই তাই নিচের দিকে "নেক্সট" বাটনে ক্লিক করুন।
- এখন আপনার কাছে জানতে চাওয়া হবে যে আপনি যে তথ্য গুলো ইতোমধ্যে দিয়েছেন তা সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে পরের ধাপে যাওয়ার জন্য "সাইন আপ" বাটনে ক্লিক করুন। কিন্তু তার আগে অবশ্যই আপনার নাম্বার/ ইমেইল আইডি টা ভালো ভাবে চেক করে নিবেন।
- এরপর আপনার নাম্বার বা ইমেইলে একটি ভেরিফিকেশন কোড দেওয়ার জন্য আপনাকে জিজ্ঞাস করা হবে। অর্থাৎ আপনার ইমেইল বা ফোনে আপনি ভেরিফিকেশন কোড নেওয়ার জন্য প্রস্তুত কিনা। এটি নিরাপত্তার একটি ধাপ। যদি সব ঠিক থাকে তাহলে "সেন্ড" বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন।
- এরপরের ধাপে আপনার দেওয়া ইমেইল বা মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে যেটা প্রদান করতে বলবে। যদি ইমেইল ব্যবহার করে থকেন তাহলে আপনার ইমেইলের মেসেজ অপশনে গিয়ে উক্ত কোডটি সংগ্রহ করুন। আর যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে মোবাইলের মেসেজ অপশনে গেলেই কোডটি পেয়ে যাবেন। অনেক সময় এই কাজে কিছুটা সময় লেগে থাকে তাই কোড আসতে দেরি হলে চিন্তিত হবেন না।
- এবার ভেরিফিকেশন কোড দেওয়ার পর আপনাকে আপনার টুইটার একাউন্টের জন্য পাসওয়ার্ড দিতে বলবে। এখন আপনাকে একটি শক্তিশালি পাসওয়ার্ড নির্বাচন করতে হবে এবং সেটি যেনো সহজে কেউ তাক করতে না পারে সেটি লক্ষ্য রাখতে হবে। এবং আপনি যেনো আপনার পাসওয়ার্ড ভুলে না যান সেদিকেও খেয়াল রাখতে হবে। এজন্য এটি আপনি কোনো জায়গায় লিখে রাখতে পারেন।
- এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার টুইটার একাউন্ট তৈরি করার কাজ প্রায় শেষ। এবার আপনার নিজের ছবি ব্যবহার করে প্রোফাইল পিকচার দিতে হবে। এরপর আসতে আসতে পরের ধাপে গেলে আপনার সম্পর্কে কিছু লিখতে বলবে। ফেসবুকে যেটিকে আমরা বায়ো বলে চিনি।
- এরপরে আপনাকে আপনার জন্য যে ভাষা সুবিধাজনক সেটি নির্বাচন করতে বলবে। এটি করার পর আপনি চাইলে আপনার পছন্দের কিছু বিষয় সিলেক্ট করতে পারেন আবার না চাইলে স্কিপ ও করতে পারেন। তারপর আপনার সামনে ফলো করার অপশন আসবে যেখানে আপনি বিভিন্ন টুইটার ইউজারদেরকে ফলো করতে পারবেন। এবং এর মাধ্যমেই আপনার টুইটার একাউন্ট খোলার কাজ শেষ হবে।
আপনি চাইলে ব্রাউজার ব্যবহার না করে গুগল প্লে স্টোর থেকে টুইটার অ্যাপ ইন্সটল
করে নিতে পারেন। এবং সেখান থেকে নিজের টুইটার একাউন্ট ওপেন করে আরো সহজে টুইটার
চালাতে পারবেন। অ্যাপ দিয়ে একাউন্ট খোলার জন্যও সেম একই ভাবে সব ধাপ গুলো আপনার
সামনে একের পর এক আসবে এবং একই ভাবে আপনাকে সেগুলো পূরণ করতে হবে।
কম্পিউটারে/ ল্যাপটপে টুইটার একাউন্ট খোলা
আপনি চাইলে আপনার ফোনের পরিবর্তে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেও টুইটার
একাউন্ট খুলতে পারেন। এজন্য আপনি ব্রাউজার ব্যবহার করতে পারবেন। আবার চাইলে
কম্পিউটার বা ল্যাপটপে টুইটার অ্যাপ নামিয়ে নিতে পারেন এবং সেখান থেকে একাউন্ট
খুলতে পারেন। মজার বিষয় হলো এগুলো দিয়ে একাউন্ট খুলার কাজও ঠিক মোবাইল দিয়ে
একাউন্ট খুলার মতো। অর্থাৎ
- প্রথমে ক্রোম ব্রাউজারে যেয়ে www.twitter.com লিখে সার্চ দিয়ে টুইটারের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- সেখানে দুইটি অপশন দেখানো হবে। একটি "লগ ইন" ও আরেকটি "সাইন ইন"। আগে থেকে যেহেতু আপনার কোনো একাউন্ট খোলা নেই তাই "সাইন ইন" অপশনে ক্লিক করুন।
- এরপর একে একে আপনার নাম, মোবাইল নাম্বার অথবা ইমেইল আইডি দিন। এখানে আপনি আপনার সুবিধা অনুযায়ী যেকোনো একটি বেঁছে নিবেন। তারপর "নেক্সট" এ ক্লিক করুন।
- পরের ধাপে "কাস্টমাইজড ইয়োর এক্সপেরিয়েন্স" দেখাবে। এখানে আপনার তেমন কিছু করার প্রয়োজন নেই তাই নিচের দিকে "নেক্সট" বাটনে ক্লিক করুন।
- এখন আপনার কাছে জানতে চাওয়া হবে যে আপনি যে তথ্য গুলো ইতোমধ্যে দিয়েছেন তা সব ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে পরের ধাপে যাওয়ার জন্য "সাইন আপ" বাটনে ক্লিক করুন। কিন্তু তার আগে অবশ্যই আপনার নাম্বার/ ইমেইল আইডি টা ভালো ভাবে চেক করে নিবেন।
- এরপর আপনার নাম্বার অথবা ইমেইলে একটি ভেরিফিকেশন কোড দেওয়ার জন্য আপনাকে জিজ্ঞাস করা হবে। অর্থাৎ আপনার ইমেইল বা ফোনে আপনি ভেরিফিকেশন কোড নেওয়ার জন্য প্রস্তুত কিনা। এটি নিরাপত্তার একটি ধাপ। যদি সব ঠিক থাকে তাহলে "সেন্ড" বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন।
- এরপরের ধাপে আপনার দেওয়া ইমেইল অথবা মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে যেটা প্রদান করতে বলবে। যদি ইমেইল ব্যবহার করে থকেন তাহলে আপনার ইমেইলের মেসেজ অপশনে গিয়ে উক্ত কোডটি সংগ্রহ করুন। আর যদি মোবাইল নাম্বার দিয়ে থাকেন তাহলে মোবাইলের মেসেজ অপশনে গেলেই কোডটি পেয়ে যাবেন। অনেক সময় এই কাজে কিছুটা সময় লেগে থাকে তাই কোড আসতে দেরি হলে চিন্তিত হবেন না।
- এবার ভেরিফিকেশন কোড দেওয়ার পর আপনাকে আপনার টুইটার একাউন্টের জন্য পাসওয়ার্ড দিতে বলবে। এখন আপনাকে একটি শক্তিশালি পাসওয়ার্ড নির্বাচন করতে হবে এবং সেটি যেনো সহজে কেউ তাক করতে না পারে সেটি লক্ষ্য রাখতে হবে। এবং আপনি যেনো আপনার পাসওয়ার্ড ভুলে না যান সেদিকেও খেয়াল রাখতে হবে। এজন্য এটি আপনি কোনো জায়গায় লিখে রাখতে পারেন।
- এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আপনার টুইটার একাউন্ট তৈরি করার কাজ প্রায় শেষ। এবার আপনার নিজের ছবি ব্যবহার করে প্রোফাইল পিকচার দিতে হবে। এরপর আসতে আসতে পরের ধাপে গেলে আপনার সম্পর্কে কিছু লিখতে বলবে। ফেসবুকে যেটিকে আমরা বায়ো বলে চিনি।
- এরপরে আপনাকে আপনার জন্য যে ভাষা সুবিধাজনক সেটি নির্বাচন করতে বলবে। এটি করার পর আপনি চাইলে আপনার পছন্দের কিছু বিষয় সিলেক্ট করতে পারেন আবার না চাইলে স্কিপ ও করতে পারেন। তারপর আপনার সামনে ফলো করার অপশন আসবে যেখানে আপনি বিভিন্ন টুইটার ইউজারদেরকে ফলো করতে পারবেন। এবং এর মাধ্যমেই আপনার টুইটার একাউন্ট খোলার কাজ শেষ হবে। আশা করি টুইটার একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে আপনার আর কোনো সন্দেহ নেই।
কিভাবে একাধিক টুইটার একাউন্ট পরিচালনা করা যায়
কিভাবে একাধিক টুইটার একাউন্ট পরিচালনা করা যায় নিয়ে অনেকের মনেই প্রশ্ন থেকে
থাকে। উপরে যেহেতু টুইটারে একাউন্ট খোলার নিয়ম শিখা হলো এখন তাইলে আপনি সহজেই
আপনার একাউন্টটি খুলতে পেরেছেন বলে আশা করা যায়। আপনি চাইলে এভাবে একাধিক একাউন্ট
খুলতে পারেন। এবং একাধিক একাউন্ট পরিচালনার জন্য প্রথমে একটি একাউন্টে লগ ইন
করুন।
লগ ইন করার সময় আপনার টুইটার একাউন্টের পাসওয়ার্ড সেভ করার জন্য একটি পপ আপ মেসেজ
দেখালে সেটিতে ক্লিক করুন। এর ফলে আপনার পাসওয়ার্ডটি অটোমেটিক আপনার ডিভাইসের
সিস্টেমে সেভ হয়ে যাবে। এতে আপনি পরে আবার সেম ডিভাইস দিয়ে আপনার টুইটার একাউন্টে
প্রবেশ করতে চাইলে আপনার কাছে পুনরায় পাসওয়ার্ড চাওয়া হবে না। এখন অন্য আরেকটি
একাউন্ট চালানোর জন্য লগ আউট করুন।
অর্থাৎ আগের একাউন্ট থেকে বের হয়ে অন্য যে আরেকটি একাউন্ট ব্যবহার করতে চান সেটি
লগ ইন করুন। এই কাজটি করার জন্য আপনাকে আপনার প্রোফাইলের মধ্যে যেয়ে ডান পাশে
উপরের কোর্নারে থ্রী ডট মেনুতে ক্লিক করতে হবে। সেখনে লগ আউট অপশনে ক্লিক করার পর
আপনার আরেকটি একাউন্ট লগ ইন করুন। এবং একই ভাবে পাসওয়ার্ড সেভ করার মাধ্যমে আপনি
একই সময়ে একাধিক টুইটার একাউন্ট পরিচালনা করতে পারবেন।
টুইটার একাউন্ট ডিলিট করার পদ্ধতি
টুইটার একাউন্ট ডিলিট করার পদ্ধতি সম্পর্কেও আমাদের জেনে রাখা উচিত। কারণ
যেকোনো সময় আমাদেরকে আমাদের টুইটার একাউন্ট ডিলিট করার প্রয়োজন হতে পারে।
সেজন্য আগে থেকেই এই বিষয়ে আমাদের জেনে রাখা ভালো। টুইটারে একাউন্ট খুলার সময়
যেমন আমাদেরকে বেশ কিছু ধাপ অনুসরণ করতে হয়েছে তেমনি এই একাউন্ট ডিলিট করার
জন্যও বেশ কিছু ধাপ রয়েছে।
টুইটার একাউন্ট ডিলিট করার জন্য প্রথমে প্রোফাইল আইকনে ক্লিক করে প্রোফাইলে
যেতে হবে। সেখানে উপরের থ্রী ডট মেনু থেকে সেটিংসে যেয়ে
প্রোফাইল ডিএক্টিভেট অপশন খুঁজে বের করতে হবে। তারপর সেটিতে ক্লিক করে
প্রোফাইল ডিএক্টিভেট করা সম্পর্কিত সকল নীতিমালা পড়ে সেটিতে ক্লিক করতে হবে।
এরপর আপনার একাউন্টটি ডিএক্টিভেট হয়ে যাবে। এবং ৩০ দিনের মধ্যে যদি আপনার
একাউন্টটি লগ ইন করা না হয় তাহলে ৩০ দিন পর সেটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে
যাবে।
শেষ কথা-টুইটার একাউন্ট খোলার নিয়ম ও পরিচালনা
টুইটার একাউন্ট খোলার নিয়ম ও পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে আমরা উপরে অনেক
গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্ঠা করেছি। আপনি যদি আজকের
আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনার মনের অজানা প্রশ্নের
উত্তর গুলো খুঁজে পেয়েছেন বলে আমরা আশাবাদী। আমাদের আর্টিকেলটি যদি আপনার কাজে
এসে থাকে এবং ভবিষ্যতে এ ধরণের আরো গুরুত্বপূর্ণ বিষয়ে আর্টিকেল পড়তে আমাদের
সাথে থাকুন। ধন্যবাদ!
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url