ফ্রী লটারি খেলে টাকা ইনকাম

বর্তমানের এই উর্ধগতি দ্রব্যমূল্যের বাজারে টিকে থাকার জন্য টাকার কোনো বিকল্প নেই।কিন্তু সেই টাকা উপার্জন করাটাও বর্তমানে বেশ চালেঞ্জিং বিষয়। সকলেই এজন্য বিভিন্ন পথ অবলম্বন করে থাকেন।

ফিচার ইমেজ 

টাকা উপার্জনের বিভিন্ন পথের মধ্যে অনলাইনে টাকা ইনকাম একটি জনপ্রিয় মাধ্যম।তাই আজকের আর্টিকেলে আমরা ফ্রীতে লটারির মাধ্যমে টাকা ইনাকামের বেশ কয়েকটি উপায়  সম্পর্কে জানব।

পেজ সূচিপত্রঃ

ফ্রী লটারি খেলে টাকা ইনকাম কী?

ফ্রী অর্থই বিনামূল্যে। সুতরাং ফ্রী লটারি বলতে এখানে বুঝানো হচ্ছে কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই সহজ কিছু কাজের মাধ্যমে টাকা ইনকামের সুযোগকে। আর সহজ কাজ বলতে ক্যাপচা সলভিং,ভিডিও দেখা,বন্ধুদের সাথে শেয়ার করা ইত্যাদি বুঝানো হচ্ছে।
সুতরাং আপনার কাছে যদি বর্তমানে কোনো টাকা না থাকে এবং আপনি যদি কোনো ইনভেস্ট ছাড়াই টাকা ইনকাম করতে চান তাহলে এই কাজগুলো করতে পারেন।

ফ্রী লটারি খেলার বিভিন্ন সুবিধা-অসুবিধাঃ

যে জিনিসের সুবিধা আছে তার কিছু অসুবিধাও থাকে। এবং এটাই স্বাভাবিক নিয়ম।

সুবিধাসমূহঃ
  1. সম্পূর্ন বিনামূল্যে। 
  2. খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না
  3. সাধারণত মোবাইল বা কম্পিউটার ব্যবহার করেই কাজ করা যায়

  অসুবিধাসমূহঃ   
  1. মাঝে মধ্যে নানা রকম ঝুঁকি সৃষ্টি হতে পারে
  2. অনেকে অনেক সময় নানা অবৈধ দিকে চলে যায়
  3. সময়সাপেক্ষ ও ধর্যের ব্যাপার 

ফ্রী লটারি খেলে টাকা ইনকামের জন্য যা যা প্রয়োজনঃ

অনেকর মনেই এই প্রশ্নটি আসে যে, ফ্রী লটারি খেলে ইনকামের জন্য কী কী জানা বা থাকা প্রয়োজন? উত্তর হিসেবে বলা যায়,খুব বেশি কিছু প্রয়োজন নেই। আপনার কাছে মোবাইল ফোন বা ল্যাপটপ/কম্পিউটার থাকলেই হবে।সবচেয়ে জরুরি যেটা প্রয়োজন তা হলো কাজের ইচ্ছাশক্তি ও কাজের জন্য ধর্য্য। যেহেতু ফ্রীতে টাকা ইনকাম করবেন সেহেতু আপনাকে কাজের পিছে অনেক সময় ধর্য সহকারে ব্যয় করতে হবে।

ফ্রী লটারি খেলে টাকা ইনকামের বিভিন্ন মাধ্যমঃ

বিভিন্ন ধরনের অ্যাপ কিংবা গেম এর মাধ্যমে ফ্রি লটারি খেলে টাকা ইনকাম করা যায়।

Free Birthday Lottery

ফ্রী লটারি খেলে টাকা ইনকামের একটি ওয়েবসাইট হলো ফ্রী বার্থডে লটারি। এই ওয়েবসাইট থেকে ফ্রীতে লটারি খেলে টাকা ইনকাম করার জন্য প্রথমে আপনার সঠিক জন্ম তারিখ দিতে হবে। এবং নিয়ম অনুযায়ী আপনার জন্ম তারিখ উঠলে আপনি জয়ী হবেন।

Pick My Postcode

এটি প্রতিদিন ফ্রী লটারি খেলে টাকা জিতার একটি ওয়েবসাইট। এটির মালিক ( ক্রিস হলব্রুক ) এই ওয়েবসাইট বাবহারকারীদের ইমেইলের গপোনীয়িতা সম্পর্কে নিশ্চিত করেছেন। এখানে প্রতিদিন যেকোনো একটি পোস্ট কোড নির্বাচন করার মাধ্যমে নগদ টাকা জিতা যায়।

Freemoji Lottery

গুগলে freemoji.com লিখে সার্চ করলে খুব সহজেই এটির অফিসিয়াল ওয়েবসাইটটি পাওয়া যায়। সেখানে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে "জয়েন ইন দা ফান" অপশনে ক্লিক করে তাদের ওয়েবসাইটে জয়েন হয়ে যেতে পারবেন।এরপর এখানে প্রতিদিন যে ড্র হয় তা থেকে আপনি ডলার জিততে পারবেন।

Saint Lucia National Lottery

এটিও ফ্রীতে টাকা ইনকামের আরেকটি সাইট। গুগলে এই নাম লিখে সার্চ দিলে এটির ওয়েবসাইট আসবে। এখানে আপনি রেজিস্ট্রেশনের মাধ্যমে টাকা আয়ের সুযোগ পাবেন।

MPL

Mobile Premier League মূলত একটি গেমিং ওয়েবসাইট। এখানে নানান গেম খেলার মাধ্যমে টাকা ইনকামের সুযোগ থাকে। আবার গেম খেলে টাকা ইনকামের পাশাপাশি বিভিন্ন কুইজ খেলারও সুযোগ থাকে যার মাধ্যমে টাকা আয় করা যায়। মাঝে মাঝে এই প্লাটফর্মে বিভিন্ন প্রকার ফ্রী লটারি খেলে টাকা ইনকামের সুযোগ দেওয়া হয়। যার মাধ্যমে অনেক মানুষ প্রতিনিয়ত বিভিন্ন বোনাসের মাধ্যমে টাকা ইনকাম করতে পারে।

1xbet

1xbet ও একটি গেমিং ও বোটিং ওয়েবসাইট। জনপ্রিয় এই ওয়েবসাইটটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়ে খুব অল্প সময়ের মধ্যে ছড়িয়ে গেছে।বর্তমানে সারা বিশ্বই এটি সম্পর্কে অবগত। এখানে বিনামূল্যে কিছু কোড বেঁছে নেওয়ার সুযোগ থাকে যা পরবর্তিতে লটারির মাধ্যমে উঠে টাকা জিতা যায়।মূলত এই প্লাটফর্ম থেকে নানান উপায়ে টাকা আয়ের সুযোগ থাকে তার মধ্যে কুইজ খেলে টাকা ইনকাম,গেম খেলে টাকা ইনকাম বেশ সহজ।

ফ্রী লটারি খেলে টাকা ইনকামে সতর্কতাঃ

এগুলো যেহেতু বিভিন্ন ওয়েবসাইট ভিত্তিক কাজ তাই অবশ্যই প্রথমেই সতর্কতা অবলম্বন জরুরি।কেননা বর্তমানে অনেকেই এই ফ্রীতে লটারি খেলে টাকা ইনকাম করে থাকেন আর এদেরকে কেন্দ্র করেই অনেক সময় কিছু দুষ্টুচক্রের মানুষ বিভিন্ন ফাঁদ তৈরি করে থাকে। এসব ফাঁদের মাধ্যমে অনেক গোপন তথ্য খারাপ মানুষের কাছে চলে যায় যার ফলে মানুষ নানন হয়রানির শিকার হয়। 
কাজেই যে কোনো ওয়েবসাইটে ফ্রী লটারির খেলার আগে অবশ্যই উক্ত সাইটের সত্যতা যাচাই করে নিতে হবে। এক্ষেত্রে অন্যদের কাছ থেকে জেনে কিংবা গুগলে রিভিউ রেটিংস দেখে তার উপর ভিত্তি করে ওয়েবসাইট নির্বাচন করতে হবে।

ফ্রী লটারি সম্পর্কে অন্যান্য কিছু দিকঃ

এতক্ষণ উপরের বিভিন্ন কথা পড়ে আপনার মনে একটা বিষয় হয়তো ঘুরপাক করছে যে এই ধরণের ইনকাম আদৌ হালাল কিনা! বিশেষ করে মুসলিম ভাইবোনদের মনে এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক।কেননা আল্লাহ তায়ালা হালাল উপায়ে রুজি উপার্জনের নির্দেশ দিয়েছেন এবং এর মাঝে অসংখ্য রহমতও বিদ্যমান। কাজেই যেহেতু এই লটারি খেলে টাকা ইনকামের হালাল হারাম উভয় দিকই রয়েছে তাই আমাদের এই দিকে বিশেষ সচেতনতা অবলম্বন করতে হবে। 
লটারি খেলে ইনকামের জন্য যদি শুরুতে কিছু ইনভেস্ট করে সেখান থেকে লাভের অংশ গ্রহন করার মাধ্যমে আপনি টাকা উপার্জন করেন তাহলে তা আপনার জন্য হালাল হবে না। কিন্তু যদি কোনো প্রকার বিনিইয়োগ ছাড়া সহজ বা ছোটো ছোটো কাজের মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন তাহলে তা হারাম নয়।

পরিশেষেঃ

ফ্রীতে অনলাইনে টাকা ইনকামের বিভিন্ন বিষয় সম্পর্কে আজকের এই আর্টিকেলটিতে আমরা ছোটো বড় সকল বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আর্টিকেলটি পড়ে আপনি আপনার তথ্য খুঁজে পেয়েছেন। ধন্যবাদ!



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url