২০২৫ সালের বাংলা ও আরবি ক্যালেন্ডার
২০২৫ সালের বাংলা ও আরবি ক্যালেন্ডার সম্পর্কে জানতে চাইলে আজকের আর্টিকেলটি আপনার জন্যই। কেননা আর কয়েকটা সপ্তাহ পরেই ২০২৪ সাল বিদায় নিয়ে আমাদের সামনে হাজির হবে ২০২৫ সাল।
তাই এই ২০২৫ সালে বাংলা ও আরবি মাসের তারিখ কোন মাসের কত তারিখে পড়ছে তা বিভিন্ন প্রয়োজনে জানা প্রয়োজন। বাংলা ও আরবি মাসের বিভিন্ন ইভেন্ট কত ২০২৫ সালের কত তারিখে হবে তা জানতে আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
পেজ সূচীপত্রঃ ২০২৫ সালের বাংলা ও আরবি ক্যালেন্ডার
- ২০২৫ সালের বাংলা আরবি ক্যালেন্ডারঃ জানুয়ারি- ফেব্রুয়ারি
- ২০২৫ সালের বাংলা আরবি ক্যালেন্ডারঃ মার্চ- এপ্রিল
- ২০২৫ সালের বাংলা আরবি ক্যালেন্ডারঃ মে- জুন
- ২০২৫ সালের বাংলা আরবি ক্যালেন্ডারঃ জুলাই-আগস্ট
- ২০২৫ সালের বাংলা আরবি ক্যালেন্ডারঃ সেপ্টেম্বর-অক্টোবর
- ২০২৫ সালের বাংলা আরবি ক্যালেন্ডারঃ নভেম্বর- ডিসেম্বর
২০২৫ সালের বাংলা আরবি ক্যালেন্ডারঃ জানুয়ারি- ফেব্রুয়ারি
২০২৫ সালের বাংলা আরবি ক্যালেন্ডার জানুয়ারি- ফেব্রুয়ারি মাস অনুযায়ী নিচে
দেওয়া হলো। এই তথ্যমতে জানুয়ারির ১ তারিখে আরবি 'রজব' মাসের ১লা দিন এবং ৩১শে
জানুয়ারি 'শাবান' মাসের ১লা দিন।জানুয়ারি মাসের ২৭ তারিখ শব- ই- মেরাজ (চাঁদ দেখা সাপেক্ষে)। অন্যদিকে ১৪ই জানুয়ারি বাংলা 'মাঘ' মাসের ১লা তারিখ।
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার অনুযায়ী ফেব্রুয়ারী মাসে ৩ টি ছুটির দিন
রয়েছে। ১৪ই ফেব্রুয়ারি (শব- ই- বরাত), ২১শে ফেব্রুয়ারি (মাতৃভাষা দিবস), ২৭শে
ফেব্রুয়ারি (মহা শিভ্রাত্রি)। এছাড়াও ১৩ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন। এছাড়াও ২রা ফেব্রুয়ারি জাতীয় পতাকা দিবস।
২০২৫ সালের বাংলা আরবি তারিখঃ মার্চ- এপ্রিল
২০২৫ সালের বাংলা আরবি তারিখ মার্চ- এপ্রিল মাস অনুযায়ী নিচে দেওয়া হলো। রমজান ও শাওয়াল মাসের সমন্বয়ে এবারের ২০২৫
সালের মার্চ মাস থাকছে। ২০২৫ সালের রমজান কত তারিখ বা রোজা কবে থেকে শুরু হবে
২০২৫ সালে এই নিয়ে আমাদের কৌতুহলের শেষ নেই। মুসলিম হিসেবে রমজান মাস আমাদের
কাছে অত্যান্ত তাৎপর্যপূর্ণ।
হিসাব অনুযায়ী মার্চের ১ তারিখে রহমতের মাস রমজানের সূচনা হবে ইন শাহ
আল্লাহ। এবং মাসের শেষ তারিখে ৩০টি / ২৯টি রোজা হওয়া সাপেক্ষে মুসলমানদের অতি
আনন্দের উতসব ঈদুল ফিতুর উদযাপিত হবে ইন শাহ আল্লাহ। এর পাশাপাশি মার্চের ১৫
তারিখে বাংলা চৈত্র মাসের পহেলা দিন।
২০২৫ সালের এপ্রিল মাস শুরুই হচ্ছে ঈদুল ফিতুর উদযাপনের মধ্য দিয়ে। এবং শেষ
হবে জিলক্বদ মাসের শুরু দিয়ে। অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাস হিজরি বর্ষ ১৪৪৬
এর শাওয়াল ও জিলক্বদ মাসের সমন্বয়ে গঠিত। এছাড়াও ১৪ই এপ্রিল বাংলা নববর্ষ
১৪৩২ এর পহেলা তারিখ। অর্থাৎ পহেলা বৈশাখ ১৪৩২!
২০২৫ সালের বাংলা আরবি তারিখঃ মে- জুন
২০২৫ সালের বাংলা আরবি তারিখ মে ও জুন অনুযায়ী নিচে দেখানো হয়েছে। হিজরি ১৪৪৬
বর্ষের জিলক্বদ ও জিলহজ্ব মাস এবং বাংলা বর্ষের বৈশাখ- জ্যৈষ্ঠ মাস মিলে ২০২৫
সালের মে মাস গঠিত। ১৫ই মে তারিখে জ্যৈষ্ঠ মাসের পহেলা দিন অন্যদিকে ২৯শে মে
জিলহজ্ব মাসের পহেলা দিন।
এরপর ২০২৫ সালের জুন মাসের শুরুর দিকে আসছে মুসলিম
ধর্মাবলম্বিদের দিত্বীয় বৃহত্তম উৎসব ঈদুল আযহা। যা
পালিত হবে ৬-৮ জুন ইন শাহ আল্লাহ। এবং মাসের শেষ হবে হিজরি ১৪৪৬
বর্ষের মুহররম মাস দিয়ে। অন্যদিকে বাংলা বর্ষের জ্যৈষ্ঠ ও আষাঢ় মাস মিলে গঠিত
২০২৫ সালের জুন মাস। ১৫ই জুন আষাঢ় মাসের প্রথম দিন।
২০২৫ সালের বাংলা আরবি ক্যালেন্ডারঃ জুলাই-আগস্ট
২০২৫ সালের বাংলা আরবি ক্যালেন্ডার জুলাই ও আগস্ট অনুযায়ী নিচে উপস্থাপন করা
হয়েছে। বাংলা আষাঢ়- শ্রাবণ ও হিজরি মুহুররম ও সফর বর্ষ মিলে জুলাই মাস গঠিত।
১৬ই জুলাই শ্রাবণ মাসের পহেলা দিন এবং ২৭শে জুলাই সফর মাসের ১লা তারিখ।
বাংলা শ্রাবণ ও ভাদ্র মাস এবং হিজরি সফর ও রবিউল আউয়াল বর্ষ মিলে ২০২৫ সালের
আগস্ট মাস গঠিত। ২০শে আগস্ট বুধবার আখেরি চাহার সম্বা।
২০২৫ সালের বাংলা আরবি ক্যালেন্ডারঃ সেপ্টেম্বর-অক্টোবর
২০২৫ সালের বাংলা আরবি ক্যালেন্ডার সেপ্টেম্বর ও অক্টোবর নিচে দেওয়া হলো।
যেখানে তথ্য অনুসারে সেপ্টেম্বরের ১৬ তারিখে বাংলা আশ্বিন মাসের পহেলা তারিখ
এবং ২৪শে সেপ্টেম্বর হিজরি বর্ষের রবিউল সানি মাসের শুরু। এছাড়াও সেপ্টেম্বরের
৫ তারিখ পবিত্র ইদে মিলাদুন্নবি।
২০২৫ সালের বাংলা আরবি ক্যালেন্ডারঃ নভেম্বর- ডিসেম্বর
২০২৫ সালের বাংলা ও আরবি ক্যালেন্ডার নভেম্বর ও ডিসেম্বর মাস অনুযায়ী নিচে দেওয়া
হলো। নভেম্বর মাস বাংলা কার্তিক- অগ্রহায়ণ এবং আরবি জমাদিউল আউঃ-
জমাদিউস সানি মিলে গঠিত।
এবং সর্বশেষ মাস ডিসেম্বর বাংলা অগ্রহায়ণ- পৌষ মাস ও আরবি জমাদিউস সানি- রজব মিলে
গঠিত।
২০২৫ সালের বিভিন্ন সরকারি ছুটির তালিকা- সরকারি ছুটির তালিকা ২০২৫
২০২৫ সালের বিভিন্ন সরকারি ছুটির তালিকা নিম্নোক্ত সারণীতে উপস্থাপন করা হলোঃ
তারিখ | দিন | ছুটির নাম |
---|---|---|
১৪ই ফেব্রুয়ারি | শুক্রবার | শব-ই-বরাত |
২১শে ফেব্রুয়ারি | শুক্রবার | শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস |
২৬শে মার্চ | বুধবার | স্বাধীনতা দিবস |
২৭শে মার্চ | বৃহস্পতিবার | শব-ই-কদর |
২৮শে মার্চ | শুক্রবার | জুমাতুল বিদা |
৩১শে মার্চ | সোমবার | ঈদুল ফিতুর |
১লা এপ্রিল | মঙ্গলবার | ঈদুল ফিতুর |
২রা এপ্রিল | বুধবার | ঈদুল ফিতুর |
১৪ই এপ্রিল | সোমবার | পহেলা বৈশাখ |
১লা মে | বৃহস্পতিবার | মে দিবস |
৫ই মে | সোমবার | বুদ্ধ পূর্নিমা |
৬ই জুন | শুক্রবার | ঈদুল আযহা |
৭ই জুন | শনিবার | ঈদুল আযহা |
৮ই জুন | রবিবার | ঈদুল আযহা |
৬ই জুলাই | রবিবার | আশুরা |
১৬ই আগস্ট | শনিবার | শুভ জন্মাষ্টমী |
৫ই সেপ্টেম্বর | শুক্রবার | ঈদে মিলাদুন্নবী |
২রা অক্টোবর | বৃহস্পতিবার | বিজয়া দশমী |
১৬ই ডিসেম্বর | মঙ্গলবার | বিজয় দিবস |
২৫শে ডিসেম্বর | বৃহস্পতিবার | বড়দিন |
শেষ কথা- ২০২৫ সালের বাংলা ও আরবি ক্যালেন্ডার
২০২৫ সালের বাংলা ও আরবি ক্যালেন্ডার এবং সরকারি ছুটির তালিকা আজকের আর্টিকেলে উপস্থাপন করা হলো। আশা করে আজকের আর্টিকেল থেকে আপনারা প্রয়োজনীয় তথ্য পেয়েছেন। ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url